
এপেন্ডিসাইটিস হলো অ্যাপেন্ডিক্সের প্রদাহ । এই অ্যাপেন্ডিসাইটের ব্যাথা অতি তীব্র এবং অসহ্যকর । তাই আসুন জেনে নিই এপেন্ডিসাইটিস এর লক্ষণ কি? অ্যাপেন্ডিসাইটিস হলে করণীয়? অ্যাপেন্ডিসাইটিস কেন হয়? এসব তথ্য জানবো আজকে । অ্যাপেন্ডিসাইটিস আছে একটি মারাত্মক সমস্যা বা রোগ ।
এই রোগটির কারণে অনেকেই মারা যায় । কেননা অ্যাপেন্ডিসাইটিস একটি জরুরি অবস্থা । অ্যাপেন্ডিক্সের ফেটে গেলে এটি পেটের ভিতরে বিভিন্ন রকম সংক্রমণ ছড়িয়ে দিতে পারে । যার জীবন হুমকির মুখে পড়তে হয় । তাই আসুন দেখিনি কোন কোন লক্ষণ গুলো দেখলেই বুঝব অ্যাপেন্ডিসাইটিস এর লক্ষণ । এই লক্ষণ গুলো চিহ্নিত করা আমাদের জরুরী তাই এ সকল চিহ্ন বা লক্ষণ নিচে নেমে লিখিত করা হলো,
এপেন্ডিসাইটিস এর লক্ষণ কিঃ
সাধারণত কতগুলো লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে এ সকল লক্ষণ অ্যাপেন্ডিসাইটে লক্ষণ হতে পারে । এপেনডিসাইটির সাধারণ লক্ষণ হচ্ছে তলপেটে ডান দিকে তীব্র ব্যাথা সাধারণত নাভির চারপাশে শুরু হয় এবং তারপর ধীরে ধীরে ডান দিকের নিম্নাংশে হস্তান্তরিত হয় । এই ব্যথাটি সাধারণত চাপ দিলে বা হাটলে অথবা কাশি দিলে ব্যথা আরো তীব্রতার হয়ে ওঠে । এছাড়া আরো কিছু কিছু লক্ষণ রয়েছে যে সকল লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে অ্যাপেন্ডিসাইটিস এর লক্ষণ সম্মুহ এগুলো
- সাধারণত এই সমস্ত রোগীর তলপেটে ফোলা ভাব ।
- এরপর কোষ্ঠকাঠিন্যের সমস্যা বা ডায়রিয়া হওয়া ।
- এরপর জ্বর হয় ।
- সাধারণত বমি বমি ভাব বা বমি হওয়া ।
- এছাড়াও খাবার রুচি না থাকা ।
এপেন্ডিসাইটিস একটি জরুরি অবস্থা । যত দ্রুত পারেন এ সমস্যার সমাধান করতে পারেন ততই আপনার রোগীর জন্য ভালো । তাহলে উপরের সকল লক্ষণ দেখলে বুঝতে হবে এপেন্ডিসাইটিস এর লক্ষন । এই সকল লক্ষণ দেখা দিলে অবশ্যই একজন ভালো অভিজ্ঞ ডাক্তারের চিকিৎসা বা পরামর্শ নেওয়া জরুরী । কেননা এই রোগটি কারণে অনেকের মৃত্যুর কোলে ঢেলে দিতে পারে । এরপর আসুন দেখে নেয়া যাক এপেন্ডিসাইটিস এর লক্ষণ দেখা দিলে কোন কোন চিকিৎসা পদ্ধতিতে এটি নির্মূল করা হয় ।
অ্যাপেন্ডিসাইটিস এর চিকিৎসা বা করনীয়:
সাধারণত দেখা যায় যে অ্যাপেন্ডিসাইটিস এর নির্মাণের জন্য ডাক্তার সাধারণত কিছু পরীক্ষা পরিচালনা করতে পারেন । আসুন তাহলে দেখিয়ে নেয়া যাক এই সমস্যার জন্য কোন কোন চিকিৎসা পদ্ধতি ডাক্তার দিয়ে থাকেন ।
- প্রথম অবস্থা আপনাকে শারীরিক পরীক্ষা করাতে পারি ।
- এরপর ব্লাড টেস্ট বা রক্ত পরীক্ষার করাতে পারে ।
- এছাড়াও ইমোজিং পরীক্ষা,এছাড়া আরো বিভিন্ন রকমের পরীক্ষা দিতে পারে যেমন , আল্ট্রাসনোগ্রাম বা সিটি স্ক্যান ।
এখন তাহলে আসুন জেনে নেয়া যাক এপেন্ডিসাইটিস কি । আসলেই অনেকেই জানে না এই সমস্যাটা কি বা কেন হয় । তাহলে আসুন জেনে নেওয়া যাক
এপেন্ডিসাইটিস কিঃ
সাধারণত অ্যাপেন্ডিসাইটিস হলো অ্যাপেন্ডিক্সের । অ্যাপেন্ডিক্সের হলো একটি ছোট নলাকার অঙ্গ যা বৃহদান্তের প্রথম অংশে অবস্থিত ।
এপেন্ডিসাইটিস কেন হয়ঃ
সাধারণত এই সমস্যাটি সঠিক কারণ অজানা তবে এটা বলা যেতে পারে অ্যাপেন্ডিক্সের লুমেন বা গহবর বন্ধ হয়ে গেলেটি ঘরে থাকে । মূলত এই বন্ধ হয়ে যাওয়ার ফলে অ্যাপেন্ডিক্সের টিস্যুতে রক্ত চলাচল কমে যায় এবং ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে । আর এইসব সমস্যা থেকে এপেন্ডিসাইটিস এর ব্যথা শুরু হয়ে যায় ।