
👉👉মনের কথা বুঝনা তুমি তাই মুখে বলতে
চাই শত কষ্টের মাঝেও তোমাকে
আমি ভালেবাসতে চাই
👉কষ্টে ভরা জীবন আমার দুঃখ ভরা মন।
কষ্টের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষণ তারা সাথে
থাকি আমি চাঁদে পাশাপাশি আজব এক
ছেলে আমি কস্ট পেলেও হাসি।
👉তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে
কিন্তু তুমি কাদলে সবাই তোমার সাথে
কাদবে না। কাদতে হয় একা একা।
👉মানুষগুলো বড় বেইমান ফুলে ফুলে
মধু খায় মধু শুকিয়ে গেলে
আর ফিরে নাহি চায়।
👉তুমি হয়তো কাউকে পেয়ে সুখী
আমি তোমাকে ভালোবেসে দুঃখী।
তোমার আর আমার মধ্যে পার্থক্য হচ্ছে
তুমি অভিনয় করে জিতেছো
আমি ভালোবেসে হেরেছি।
👉তোমাকে হারাইনি হারিয়েছি নিজেকে।
তোমাকে বুঝাইনি বুঝিয়েছি নিজেকে।
👉ব্যাস্ততার অজুহাতে যে তোমাকে
ভুলে থাকে সে আসলে কখনো তোমাকে
ভালোবাসে নি। হাজার ব্যাস্ততার মাঝেও
যে তোমার খোঁজ রাখবে সেই তোমার
সবচেয়ে কাছের মানুষ। যাকে হাজার
ব্যাস্ততায় ও খুজে পাওয়া যায়
👉কখনো ভাবিনি তুমি এই ভাবে
চলে যাবে আমাকে কাঁদিয়ে।আসবেনা
আর আমার পৃথিবী রাঙিয়ে।
👉যারা মূর্খ তারা কোনো কালেই কোন
কিছু করবে না তারাই বলে অসম্ভব
👉সুখী হতে চাও? খুব সহজে স্বার্থপর
হয়ে যাও হয়ে যাও তাহলে দেখবে সুখ তোমার
👉পৃথিবীর বুকে স্বার্থ ব্যক্তিরাই সবসময় সুখী হয়
👉মানুষের চোখ হচ্ছে সবচেয়ে বড়
বোকা কারণ এরা নিজের হয়েও
অন্যের জন্য কাঁদে
👉 জীবন হচ্ছে একটি কষ্ট নামের কারাগার
আর দেহ হচ্ছে তার বাসিন্দা।
কারাগারের নিয়ম অনুযায়ী যেমন
আসামি চলে ঠিক মনের ইচ্ছে অনুযায়ী দেহ চলে
👉ভুল করে হলেও যাকে একবার মন
থেকে ভালোবাসা যায় তাকে শত চেষ্টা করেও
ভোলা যায় না
👉একাকিত্ব তোমার জীবনে এমন
এক চরম শিক্ষা দেবে যা তোমার
পরবর্তী জীবনে চলার বাকী পথগুলে
সহজ করবে
👉আজ আমি বৃষ্টিতে ভিজেছি এবং মন খুলে
কেঁদেছি কেউ বুঝতে পারেনি বৃষ্টির জল নাকি
চোখের জল তাই যখনই বৃষ্টি হয় তখনই নিজেকে ভাসিয়ে দেই বৃষ্টির জলে
👉আমি জানি আমি তোমাকে অনেক
কষ্ট দিয়েছি তাই তো তুমি আজ অনেক দূরে।
তুমি বেশি কষ্ট পাবে সেদিন তোমাকে কষ্ট
দেওয়ার জন্য আমি আর থাকবনা যেদিন।
👉পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন আর
সবচেয়ে দুর্বল অস্ত্র হচ্ছে ভালোবাসা
👉
যদি কাউকে ধোকা দিয়েন থাকো তাহলে
ভেবোনা সে বোকা ছিল।
শুধু এটাই ভাববে যে সে তোমাকে বিশ্বাস করে ছিলো কিন্তু তুমি তার যোগ্য ছিলে না
👉এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে সেই জলের ফোঁটা শুধু তোমার কথা বলে।সন্ধ্যা তোমার লালচে আকাশ, মনের ভুলের রাতে। না ঘুমোনো তারা রা কিছু, জেগে থাকবে তোমার সাথে ।
👉তোমাকে ঠিক ততটাই ভালবাসতাম, যতটা ভালবাসলে তোমার কথা মনে পড়লে কাঁদা যায়।
👉প্লাজু হয় ঢিলাঢালা প্যান্ট হয় টাইট এখন আমি ঘুমাতে যাবো তোনাকে গুড নাইট।
👉প্রত্যেকটি জিনিসেরই একদম নিজস্ব একটি সৌন্দর্য আছে তুমি কি সেটি অনুভব করতে জানো?🥰
।
👉মাঝে মাঝে মনে হয় তোমার সাথে আমার হৃদয়টা পাল্টাপাল্টি করি,, যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকে কতোটা ভালোবাসি.. আর আমি বুঝতে পারি, তুমি আমাকে কতোটা ঘৃণা করো.😭😭
👉সে অনেক ব্যস্ত যে ব্যস্ততায় আমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। দোয়া করি সে অনেক সুখি হোক। আমি না হয় আমার মত করে থেকে গেলাম আবার আমার সেই অন্ধকার ঘরে।
👉
যাকে মন থেকে ভালোবাসা যায় না তাকে ঘৃণা করা যায় না তাকে ভুলে থাকা যায় শুধু তার দেওয়া কষ্টগুলো নিরবে বয়ে বেড়াতে হয়।🤗🤗
👉👉এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে সেই জলের ফোটা সুধু তোমার কথা বলে মনের কথা বুঝনা তুমি মুখে বলি তাই শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই।
👉
জীবনের শুরুতে কষ্টের সূচনা,হাজারো ব্যাথা নিয়ে আমার রচনা,যন্ত্রনার অন্ধ ঘরে নির্মম এক পরিহাস.চোখের জল আর বেদনা নিয়ে আমার জীবনের ইতিহাস।
👉👉জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না কারন অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়!
👉👉ভুলে যদি যাও আমায়,, করবো নাকো বারণ.. আমায় কেন রাখবে মনে,, আছে কি কোনো কারণ.. তবুও যদি পড়ে মনে,, আমায় একটি বার.. মন থেকে কাছে ডেকো,, ফিরে আসবো আবার।
👉👉কষ্টে তো কষ্টই থাকে।কিনতু সেই কষ্টে অন্য কিছুর ছোঁয় মনে হয়,যখন ভালোবাসার মানুষটি কষ্ট দেয়।আবার,সকল কষ্টকেই তুচ্ছ মনে হয়,যখন সেই কষ্ট দেবার মনুষটিই ভালোবেসে জন বলে ডাকে।
👉👉জল রঙে একেঁছি আমার যত স্বপ্ন সঁপেছি তোমার কাছে দিয়োনা কভু জলের ছোয়াঁ যে চোখ দিয়ে দেখেছো আমায় আমি চাই না সে চোখের সিক্তত।
👉👉সে এসে বসুক পাশে যেভাবে অসুখ আসে তারপর হয়ে যাক, যন্ত্রণা অনায়াসে। তবুও আসুক সে জানুক, প্রিয়তম অসুখ সে!
👉👉আকাশেতে মেঘ জমেচে করছে ভুম ভুম বন্দু তুমার চিন্তায় আমার আসেনা রাতে ঘুম।
👉👉হতে পার তুমি মন থেকে দুরে তথাপি রয়েছো আমার নয়ন পুরে হয়তো তুমি নেই এই হৃদয়ে তবুও রয়েছো পরশেরই ভিতরে কারণ ভালবাসি শুধুই তোমারে।
👉👉ফুলকুমারী তোমার পদ্ম আখির মায়ায় পরেছি। চন্দ্রকিরন রাতে মোর চিেওর গহীনে তোমার প্রতিকৃতি দেখে তোমায় ভালোবেসেছি। অবিনাশী কাল নিঃশঙ্ক চিেও তোমায় পাবার আশায় প্রহর গুনছি।ও নীলকন্ঠী তুমি ভালোবাসলে মোরে ঝরবে না নেএনীর। অন্তর্জ্বালা যাবে মুছে হিমান্তের নিশিতে। অতঃপর মোর জীবন নতুন ময়ূখ দেখবে। কলকন্ঠ পাখিরা নিশিদিন আমাদের খোঁজে যাবে।
👉👉সেদিন ঐ ভোরের আলোয় যে ঘুমন্ত তোমাকে আমি দেখেছিলাম আমি জানি আমি সেদিন থেকেই তোমায় ভালবাসি।
👉👉কিছু কিছু কথা আছে বলতে পারিনা এমন কিছু কষ্ট আছে সইতে পারিনা এমন কিছু ফুল আছে তুলতে পারিনা আর এমন1ta মনের মানুষ আছে ভূলতে পারিনা।
👉👉আমাকে ভুল বুঝনা যদি কোনদিন তোমার সনে দেখা হয় মোর, আমাকে ভুল বুঝনা সেই স্বপ্ন দেখে ফিরে জীবনের প্রতিটি ভোর ।
👉👉কষ্ট নেবে কষ্ট হরেক রকম কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট !
👉👉তুমি যাচ্ছ দূরে যাও আমি বাদা দেবনা তুমি যাও ভুলে যাও ভুলে যেতে বলুনা।
👉👉আবেগের কাছে আমি স্বাথপর।
বুবিবেকের কাছে আমি পরাজিত।বাস্তবের কাছে আমি সপ্নহীন।জীবনের কাছে আমার সব অভিনয়।আর আমার মাঝে আমি সিমাহীননিঃস্ব একজন।
👉👉তোমার শহরের কোণে কেউ মায়া জমায় কি? আমি এখনো ভাবি সেই তোমাকে ফেরানো যাবে কি?
👉 আমার যদি একটা পৃথিবীর থাকতো তবে সেখানে গিয়