December 9, 2023
নোরিক্স ১ খাওয়ার কতদিন পর মাসিক হয় । নোরিক্স পিল খাওয়ার নিয়ম । norix 1

সাধারণত মহিলারা নোরিক্স ১ বাচ্চা না  নেওয়ার ক্ষেত্রে সেবন করে থাকে । এই ট্যাবলেট টি মূলত জন্মরোধক ট্যাবলেট হিসেবে ব্যবহৃত হয়  । তাই আজকে জানবো নোরিক্স ১ খাওয়ার কতদিন পর মাসিক হয়? এ সম্পর্কে আরো জানবো নোরিক্স পিল খাওয়ার নিয়ম ।  এই ট্যাবলেট বা পিলটি  সেবন করলে  মহিলা বা মেয়েদের  ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণকে  বাধা দেয় যা নিষিক্ত ডিম্বাণুকে প্রতিস্থাপিত হতে বাধা দেয় ।

এর ফলে মাসিক বন্ধ হয়ে যায় ।  তবে বিল বন্ধ করার পর ডিম্বাশ হয় আবার স্বাভাবিকভাবে কাজ শুরু করে এবং মাসিক শুরু হয়ে ।  তাই সেলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক নোরিক্স ১ খাওয়ার কতদিন পর মাসিক শুরু হয় । এ সকল তথ্য নিম্নে আলোচনা করা হবে । 

নোরিক্স ১ খাওয়ার কতদিন পর মাসিক শুরু হয়ঃ

সাধারণত অনেক  মেয়ে বা মহিলাদের ক্ষেত্রে দেখা যায় এই পিল খাওয়ার ১০ থেকে ১৪ দিনের মধ্যে মাসিক শুরু হয় । এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে ১৬ দিন পর্যন্ত দেরি হতে পারে । কেননা যখন নোরিক্স ১   সেবন করা হয় তখন  মহিলাদের ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ বন্ধ হয়ে যায় । যার ফলে মাসিক বন্ধ হয়ে যায় । তবে পিল খাওয়া বন্ধ করার পর ডিম বাসায় আবার স্বাভাবিকভাবে কাজ শুরু করে এবং পরবর্তীতে মাসিক শুরু হয় । এছাড়াও কিছু দিকনির্দেশনার উপর নির্ভর করে মাসিক হওয়া । চলুন তাহলে দেখে নেয়া যাক কি কি সেই নির্ভরযোগ্য কারণগুলো,

  • পিল খাওয়ার আগে মাসিকের নিয়মিয়তা । 
  • পিল খাওয়ার সময় কাল ।
  •  পিল খাওয়ার  নিয়মিয়তা ।
  • মহিলা বা মেয়েদের শরীরের অবস্থা বুঝেও হতে পারে । 

অনেক ক্ষেত্রে দেখাতে শরীরের মধ্যে রক্তশূন্যতা বা দুর্বল ভাব অনুভব হলে মাসিক দেরিতে হয়  । এছাড়াও আরো অন্যান্য কারণগুলো রয়েছে যেমন ,  মানসিক টেনশন , শরীরের রক্তের  শূন্যতা ,  শরীর দুর্বল ,  ইত্যাদি আরো অন্যান্য কারণে মাসিক দেরি হতে পারে । নোরিক্স ১ খাওয়ার পরও যদি মাসিক না হয় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ সেবন করবেন । 

আরও পড়ুন

এবার আসুন জেনে নেয়া যাক 

পিল ১ খাওয়ার নিয়মঃ

পিল খাওয়ার নিয়ম নির্ভর করে পিলের ধরন এবং উদ্দেশ্যের উপর । তবে সাধারণত পিল খাওয়ার নিয়ম গুলো নিচে আলোচনা করা হলো;

  • মাসিক শুরু হওয়ার থেকে শুরু করে চতুর্থ দিনের  মধ্যে খাওয়া শুরু করা উচিত ।  এই পিল সাধারণত ২১ দিন পর্যন্ত খেয়ে যেতে হবে ।  ২১ দিন পর পিল খাওয়া বন্ধ করে দিতে হবে ।  কেননা এরপরের সাত দিনের জন্য পিরিয়ড হবে । ৭ দিন পর আবার নতুন একটি  পিল এর প্যাকেট খাওয়া শুরু করতে হবে । যদি আপনি জন্মনিরোধের  বা বাচ্চা না নেওয়ার জন্য এটি ব্যবহার করে থাকেন তাহলে প্রতিদিন একই সময়ে খাওয়া উচিত । 
  • জরুরী জন্ম রোধক পিল সাধারণত এই ধরনের পিলগুলো অপরিকল্পিত সহবাসের পর গর্ভধারণের ঝুঁকি কমাতে ব্যবহৃত করা হয় ।  এটি যত তাড়াতাড়ি সম্ভব তবে ৭২ ঘণ্টার মধ্যে খেতে হবে ।  জরুরী জন্ম রোদ হোক সাধারণত একেবারে দুইটা ট্যাবলেট করে খেতে হয় ।  তারপর ১২ ঘণ্টা পর আবার দুইটা ট্যাবলেট খেতে হবে ।
  • হরমন জনিত থেরাপি পিলঃ এই ধরনের বিলগুলো সাধারণত হরমোন যন্ত্রের সমস্যার কারণে ব্যবহার করা হয় ।  এটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া ভালো । 

এছাড়াও পিল খাওয়ার সময় কিছু বিশেষ খেয়াল রাখতে হবে ।  যেমন এটি খাওয়ার সময় নির্দিষ্ট সময়সূচি মেনে চল ,  এটি খাওয়ার পর প্রচুর পরিমাণে পানি পান করতে হবে ।  এটি খাওয়ার সময় যদি বমি হয় তাহলে বমি করার পরে আবার একটু নতুন করে খাবেন ।  খাওয়ার সময়  যদি ডায়রিয়া হয় তাহলে বন্ধ হওয়ার পর নতুন করে পিল খাবেন । এরপরে যদি কোন প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *