পিত্তথলির পাথর গলানোর ঔষুধ রয়েছে । এছাড়া আজকে জানবো পিত্তথলির পাথর অপারেশনের খরচ কত /পিত্তথলির পাথর কেন হয়? । শুধুমাত্র একটি ওষুধের মাধ্যেমে আপনার পিত্তথলির পাথর গলাতে পারবেন । সাধারনত অ্যাসিডের মাধ্যেমে এটি নির্মূল করা সম্ভব । আর সেই ঔষুধটির নাম হচ্ছে “বাইল অ্যাসিড ওষুধ” ।
এই ঔষধ সাধারনত পিত্তথলির পাথর ভেঙ্গে ফেলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ন ও কার্যকারী ঔষধ । এছাড়াও এই ঔষধ গুলো পিত্তথলির মধ্যে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে পাথরকে ছোট করে এবং ধিরে ধিরে নষ্ট করে । এই ঔষধটিতে অ্যাসিডের মাত্রা বেশি থাকায় পিত্তথলির পাথর গলাতে খুব সহজ হয় । এছাড়াও আরু কিছু ঔষুধ রয়েছে যা পিত্তের পাথর গলাতে পারে তাই চলুন দেখে আসি সেই সকল ট্যাবলেট গুলি । নিচে ট্যাবলেট গুলির তালিকা নিম্নলিখিত করা হলো ,
পিত্তথলির পাথর গলানোর ঔষুধঃ
- উরসোডিওক্সিকোলিক এসিড
- চেনোডিয়াল
- অন্যান্য ওষুধ ও রয়েছে ।
এছাড়াও আরও অন্যান্য অনেক ঔষুধ রয়েছে । এই ঔষধ গুলি সাধারনত খুব কম কাজ করে । তবে কিছু কিছু ক্ষেত্রে নিচের এই ঔষধের ব্যবহার কাজে আসে । দেখা যাচ্ছে যে সাধারন সমস্যার জন্য এই মেডিসিন গুলো ব্যবহার করা যেতে পারে । তাই আসুন দেখে নেই কি কি ঔষধ নিম্নলিখিত করা আছে,
নিম্নলিখিত কিছু ঔষুধঃ
- ফিব্রিক এসিড ।
- নিকোলিট ।
উপরে যে সকল ঔষধের নাম দেওয়া হয়েছে সেই সকল ঔষধ খাওয়ার আগে অব্শ্যই একজন ভাল অবিজ্ঞ ডাক্টারের সাথে পরামর্শ করবেন কেননা আপনার সমস্যার উপর নির্ভর করে ওষুধ সেবন করতে হবে ।
ঔষুধ ছাড়াও পিত্তথলির পাথর গঠন হওয়া থেকে বা ঝুকি কমাতে নিচে কিছু পদক্ষেপ দেওয়া হলো সেই পদক্ষেপগুলি নিয়মিত মেনে চললে অনেকটা ঝুকি কমতে পারে । আসুন দেখে নেই ,
দিকনির্দেশনা ঃ
- স্বাস্থ্যকর বা স্বাভাবিক ওজন বজায় রাখা । একটা সাধারন মানুষের যতোটুকু ওজন থাকার কথা ততটুকু ওজন বজায় রাখা ।
- এরপর রয়েছে নিয়মিত ব্যায়াম । নিয়মিত ব্যায়াম করলে এর ঝুঁকি থেকে বাঁচা যায় ।
- এছাড়া পুষ্টিকর খাদ্য গ্রহণ করা ।
- পর্যাপ্ত পরিমাণে পানি পান করা ।
- যে সকল খাবার থেকে বিরত থাকবেন । অতিরিক্ত শরীরযুক্ত খাবার চর্বিযুক্ত খাবার , এরপর রয়েছে ভাজা খাবার এবং প্রক্রিয়াজাত খাবার পরিহার করার চেষ্টা করবেন ।
এবার আসুন জেনে নেয়া যাক পিত্তথলির পাথর কেন হয় । পিত্তথলির পাথর হওয়া মূলত কয়েকটি কারণ হতে পারে । সেই কারণগুলো নিম্নলিখিত আলোচনা করা হয়েছে ।
পিত্তথলির পাথর কেন হয় ঃ
পিত্তথলির পাথর হওয়ার মূল কারণ হচ্ছে অতিরিক্ত চর্বি শরীরের মধ্যে থাকার কারণে । এছাড়াও আরেকটি কারণ রয়েছে সেটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ না করা । পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ না করার ফলে পিত্তথলির পাথর হওয়ার সম্ভাবনা থাকে । এছাড়া আর একটি কারণ রয়েছে শরীরের মধ্যে অতিরিক্ত পরিমাণে রক্ত ভাঙ্গলে এই পাথরগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে । এ সকল সমস্যার কারণে পিত্তথলির পাথর হয় ।
এরপর জানব পিত্তথলির পাথর অপারেশনের খরচ কত । মূলত পিত্তথলির পাথর অপারেশনের খরচ নির্ভর করে হসপিটালের উপরে । বিভিন্ন হসপিটালে বিভিন্ন রকমের দাম নিয়ে থাকে । তাই আসুন জেনে নেই পিত্তথলির অপারেশনের খরচ কত পড়তে পারে ,
পিত্তথলির অপারেশনের খরচ কতঃ
- সাধারণত দেখা যাচ্ছে যে ঢাকা মেডিকেল হসপিটালেঃ ৫০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকে ।
- চট্টগ্রাম হসপিটালেঃ ৪০ থেকে ৯০ হাজার টাকা নিয়ে থাকে
- এরপর রয়েছে রাজশাহী হাসপাতালে 30 থেকে 70 হাজার টাকার মতো নিতে পারে।
এছাড়া আপনি হসপিটালে সঠিক তথ্য পেতে বিভিন্ন হসপিটালে কল করে জানতে পারেন । তবে আমাদের ধারণা মোতাবেক এতগুলো টাকা নিতে পারে । আপনি সম্পূর্ণভাবে নিশ্চিত হতে হসপিটালে খোঁজ নিয়ে জানতে পারেন । মূলত এই পিত্তথলির অপারেশনের খরচ কত ।