December 10, 2023
পুরুষাঙ্গে কালোজিরার তেল ব্যবহারের নিয়ম । কালো জিরার তেলের উপকারিতা ও অপকারিতা

কালোজিরা তেলের উপকারিতা এবং এর গুনাগুন সম্পর্কে আজকে জানব. ।  পুরুষাঙ্গক কালোজিরার তেল ব্যবহারের নিয়ম সহ সকল ব্যবহারবিধি জানাবো আজকে  । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ এর নাম হচ্ছে কালোজিরা । আজ পর্যন্ত কালোজিরা কোন পার্শ্ব প্রতিক্রিয়ে দেখা যায়নি । কালোজিরা পুরুষের সঙ্গে ব্যবহার করলে পুরুষাঙ্গের বৃদ্ধি ও শক্তির বৃদ্ধি হয় । কলেজের একটি সুগন্ধি মসলা হিসেবে হাজার হাজার বছর ধরে ব্যবহার করে আসছে মানুষ ।  কালোজিরা কে বিভিন্ন মাধ্যমে খাওয়া  যায় ।  যেমন অনেকেই পানের সাথে মিশিয়ে খায় আবার অনেকে দেখা যায় তরি তরকারিতে ব্যবহার করে । 

আসলে এবার দেখে নেয়া যাক পুরুষাঙ্গে কালোজিরা ব্যবহারের নিয়ম গুলো,

 পুরুষাঙ্গে কালোজিরা তেল ব্যবহারের নিয়মঃ

  • প্রথমে আপনাকে  আপনার পুরুষাঙ্গ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে । 
  • কালোজিরা  থেকে যে তেলটি ব্বের হয় আসে সেটি হালকা গরম করে নিতে হবে । 
  • এরপর একটি পরিষ্কার তুলা এই তেলের মধ্যে ভিজিয়ে নিতে হবে ।
  •  তেলে ভেজানো তুলাটি হালকা করে মালিশ করতে হবে ।
  • রাতে ঘুমানোর আগে প্রতিদিন আপনি এই পদ্ধতিটি অবলম্বনে করতে পারেন । 
  • এমন কাপড়চোপড়  পড়বেন না যেন কালোজিরার তেল সেখানে স্পর্শ করে । 

এই তেল আপনার পুরুষাঙ্গ কে শক্ত এবং বৃদ্ধি করতে সাহায্য করবে ।  এটি পুরুষাঙ্গ এর রক্ত সঞ্চালন কর্তৃক বৃদ্ধি করে এবং এর কোষের বৃদ্ধি করে । এই তেলের কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই । কালিজিরার তেল সত্যিই অনেক উপকারী । এছাড়াও আপনি কালোজিরার তেল শরীরে  ব্যবহার  করতে পারেন ।  কালোজিরার তেল শরীরে ব্যবহার করলে শরীরের ত্বক অনেক ভালো থাকে ।  অনেক সময় দেখা যায় যে ত্বকের  মধ্যে অনেক শুষ্ক ভাব চলে আসে  । এই  তেল  ব্যবহার করলেই সেই  সেই শুষ্কতা ভাব চলে যায় , এবং শরীরের উজ্জ্বলতা বৃদ্ধি পায় ।  তাই কালোজিরা তেল এর   উপকারিতা অপরিসীম । 

আরও পড়ুন 

 

কালোজিরা তেলের উপকারিতাঃ

আসলে এবার জেনে নেয়া যাক কালোজিরা তেলের উপকারিতা সম্পর্কে , 

  • প্রাচীন যুগ থেকেই মানুষ কালোজিরাকে  ওষুধ হিসেবে এবং খাদ্য হিসেবে ব্যবহার করে আসছে । 
  •  কালোজিরাতে রা রয়েছে অ্যান্টি এক্সিডেন্ট অ্যান্টিভাইরাস । যাক আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে  ।  এটি আপনার শরীরকে সংক্রমণ  আক্রমণ থেকে রক্ষা করে । 
  •  কালোজিরাতে রয়েছে ফাইবার এবং এন্টি ইনফ্লামেটরি  বৈশিষ্ট্য এবং স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে ।  গ্যাস এবং পেটের ব্যাথা ওষ্ঠকাঠিন্যের সমস্যা গুলো কমাতে সাহায্য করে । 
  • রক্তচাপ কমাতে কালোজিরা ব্যবহার অপরিহার্য ,  কালোজিরাতে রয়েছে এন্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি  ইনফ্লামেটরি  মত অনেক বৈশিষ্ট্য যা আপনার উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে সাহায্য করে । 
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে এর ব্যবহার অপরিহার্য , 
  • স্মৃতিশক্তি বৃদ্ধি করতে এবং মনোযোগের উন্নতি ঘটাতে সাহায্য করে । 
  •  কালোজিরার  অ্যান্টি এক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি যা আপনার চুল পড়া রোধ করে । 
  • ত্বকের স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে । ব্রণ, ত্বকের দাগ, এবং অন্যান্য ত্বকের সমস্যা গুলি দূর করতে সাহায্য করে । 

কালোজিরার অপকারিতা ঃ

আজ পর্যন্ত  কালজিরার তেল বা কালোজিরায় এর কোন অপকারিতা দিক পাওয়া যায়নি । তবে আপনার যদি শরীরে কোন প্রকার এলার্জি থেকে থাকে তাহলে অবশ্যই ডাক্টারের সাথে পরামর্শ করে নিবেন । বিগত  কয়েক বছর থেকে মানুষ এর ব্যবহার করে আসছে  শুধু এটির উপকারেই পেয়েছে  কোন অপকারিতা পায়নি ।  অনেক গবেষণা করে এর উপকারিতা খুঁজে বের করতে পারিনি বিশেষজ্ঞরা ।  তাই প্রতিনিয়ত কালোজিরা ব্যবহার করুন ।  এর গুনাগুন আরো অনেক রয়েছে যা বলার বাহিরে । 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *