মিয়া খলিফার খবর
আজকের মূল আলোচনা হবে মিয়া খলিফার নতুন যে সকল খবর রয়েছে তা নিয়ে ।
মিয়া খলিফা জানান ২০২৩ সালের সেপ্টেম্বর সেপ্টেম্বরের ২৭ তারিখে তার যে টুইটার একাউন্টে রয়েছে সেটি হ্যাক হয়েছে ।. ২৬ শে সেপ্টেম্বর রাতে তারে টুইটার একাউন্টটি হ্যাক হয়ে যায় এবং হ্যাকারাই একাউন্টের ভিতরে প্রবেশ করে কয়েকটি টুইট পোস্ট করে যার মাধ্যমে নিয়ে কিছু ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয়েছিল ।
অবশ্য পরবর্তীতে তিনি তার টুইটার একাউন্টটি কোন উদ্ধার করেন এবং বলেন এই সকলে হ্যাকারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য । মিয়া খলিফার একটি ফুটবলোক রয়েছে যেখান থেকে তিনি বিভিন্ন প্রকার রেসিপি শেয়ার করেন যার মাধ্যমে অনেকগুলো লেবাননি হেরিটেজ থেকে অনুপ্রেরণিত ।
তিনি তার এই ব্লগটি ২৬ এ সেপ্টেম্বর শুরু করেন । বর্তমানে মিয়া খলিফা একটি ডকুমেন্টারিতে অভিনয় করে । এই ডকুমেন্টারিতে তিনি নিজেই অভিনয় করেছেন যার নাম “মিয়া খলিফা” আমার গল্প । খলিফার এই ডকুমেন্টারিতে তার নিজস্ব কর্মজীবন এর উপর প্রকাশ করেন । নিয়ে তার এই সোশ্যাল মিডিয়া এখন উন্নতি তার জীবনের সকল কিছু অনুভূতি শেয়ার করে । তারা তিনি বিভিন্ন ব্যবসার সাথে জড়িত রয়েছে ।
মিয়া খলিফার ফেসবুক আইডি পেতে ক্লিক করুন
মিয়া খলিফার জীবনির খবর
মিয়া খলিফা লেবাননের বৈরুতে ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেন । লেবাননের বৈরুতে যুদ্ধ চলাকালীন অবস্থায় তার পরিবারসহ তিনি যুক্তরাষ্ট্রে চলে যান । এবং সেখান থেকে তার এই পর্নোগ্রাফি দুনিয়া শুরু । অবশ্য বেশিদিন এই পর্নোগ্রাফিক দুনিয়ায় তিনি থাকেননি । শুধু এই পর্নোগ্রাফিতে কাজ করছেন তিন মাস । এই তিন মাসের তার জীবন এবং পরিবার এবং নিজ দেশ থেকে অধিক সমস্যার সমালোচনা ঝড় উঠে এসেছে ।
তিনি ২০১৪ সালে প্রাপ্ত বয়স্ক অভিতিনি ২০১৪ সালে প্রাপ্ত বয়স্ক অভিনেত্রী হিসেবে কাজ করেন । তিনি তার অভিনয়ে দেখিয়েছেন তিনি একজন স্কুল ছাত্রী এবং জোরপূর্বক তার সাথে কাজ করেছে । শুধুমাত্র এই ভিডিওটি সারাবিশ্বে বিশ্বনয়কর সাড়া ফেলেছিল । আর সেই থেকে সারা বিশ্ব তাকে একজন পর্নস্টার হিসেবে চেনে । অবশ্যই এই সমস্ত কাজ করাকে তার পরিবার এবং লেবাননের সরকার থেকে বিভিন্ন প্রকার চাপ প্রয়োগ করা হয় ।
পরবর্তী জীবন
তিন মাস কাজ করি তিনি এই সমস্ত কাজ ছেড়ে দিয়ে বিভিন্ন ব্যবসায় নিয়োজিত হন । এর মধ্যে উল্লেখযোগ্য হলো তিনি তার সোশ্যাল মিডিয়ে ব্যক্তিত্ব এবং বিভিন্ন প্রকার সামাজিক বিষয়ে কথা বলে নেব ভোট এবং ব্লগার শুরু করেছেন সেখান থেকে তিনি তার বিভিন্ন রেসিপি শেয়ার করে থাকেন ।
এরপর তিনি একজন কানাডিয়ানকেই বিয়ে করেন অবশ্যই সেই দিয়ে বেশিদিন টেকে নি । এবং তিনি সারা বিশ্বের মধ্যে ১০০ প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় রয়েছেন । মিয়া খলিফার জন্ম হচ্ছে ক্যাথলিক পরিবারে । তিনি ২০১১ সালে একজনক ক্যাথলিক পুরোহিত কে বিয়ে করেন । তিনি নিঃসন্দেহে একজন ফুটবল ভক্ত । তিনি ফুটবল খেলা কে খুব পছন্দ করে ।