
মুক্তিযুদ্ধের সেক্টর এলাকা
১) চট্টগ্রাম পার্বত্য, চট্টগ্রাম এবং ফেনী নদী পর্যন্ত।
২) নোয়াখালী এবং কুমিল্লা, ধাকা ও ফরিদপুর জেলার অংশবিশেষ।
৩) হবিগঞ্জ ,কিশোরগঞ্জ এবং কুমিল্লা ও ঢাকা জেলার অংশবিশেষ।
৪) সিলেট জেলার অংশবিশেষ।
৫) সিলেট জেলার অংশবিশেষ এবং বৃহত্তর ময়মনসিংহের সীমান্তবর্তী অঞ্চল।
৬) রংপুর ও দিনাজপুর ঠাকুরগাঁও মহাকুমা
৭) রাজশাহী,পাবনা, বগুড়া জেলা এবং ঠাকুরগাঁও দিনাজপুরের অবশিষ্টাংশ.
৮) কুষ্টিয়া (মুজিবনগর), জসও এবং ফরিদপুর ও খুলনার অংশবিশেষ।
৯) খুলনা ও ফরিদপুর জেলার অংশবিশেষ এবং বৃহত্তর বরিশাল ও পটুয়াখালী জেলা।
১০) এ সেক্টরের অধীনে ছিল নৌ-কমান্ডার, সমুদ্র উপকূলীয় অঞ্চল এবং অভ্যন্তরীণ নৌপথ ছিল এই সেক্টরের অধীন।
১১) কিশোরগঞ্জ ব্যতীত ময়মনসিংহ টাঙ্গাইল জেলা।