December 9, 2023
মেয়েদের দুধ কেন ব্যথা করে । মেয়েদের দুধ বা স্তনের  ব্যথা কমানোর উপায় ।

মেয়েদের দুধ বা স্তন কেন ব্যথা করে কেন ব্যথা করে ?এছাড়া আলোচনা করা হবে কিভাবে ঘরোয়া উপায়ে মেয়েদের দুধ বা স্তনের  ব্যথা কমানোর উপায় সম্পর্কে জানতে পারবেন । ব্যাথা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে ।  আসলে সঠিকভাবে বলা মুশকিল যে কোন বিষয়ের উপর এই ব্যথাটা করে ।

  নিচের বিস্তারিত আলোচনা করব এর মধ্যে থেকে আপনার কি আপনার লক্ষণগুলো বুঝে নিতে হবে আসলে এই লক্ষণের কারণে এই ব্যথাটা করে থাকে । মেয়েদের স্তন ব্যথা হওয়ার অনেক কারণ হতে পারে সাধারণত যেমন হরমোনাল পরিবর্তন স্থানে আঘাত বা প্রদাহ, স্থানে সৃষ্ট বা টিউমার এবং স্তর ক্যান্সারের কারণেও দুধ ব্যাথা হতে পারে । তাহলে আসুন বিস্তারিতভাবে এ সকল সমস্যাগুলোর আলোচনা করা যাক , 

মেয়েদের দুধ বা স্তন কেন ব্যথা করেঃ

  1. মাসিক চক্রের চুরির দিকে এবং শেষের দিকে ইস্ট্রোজেন এবং প্রোটো স্ট্রেনের মাত্রা পরিবর্তন দিতে হয় ।  এই হরমোন পরিবর্তনগুলি স্তনের কোষগুলিকে প্রসারিত করতে পারে এবং  এর জন্য ব্যাথার সৃষ্টি হতে পারে ।
  2. এছাড়া আর একটি অন্যতম কারণ রয়েছে সেটি হচ্ছে স্তনে আঘাত পাওয়া । দুধ বা স্তন আঘাত পাওয়ার কারণে এই ব্যাথা হতে পারে । 
  3. এছাড়া আর একটি অন্যতম কারণ রয়েছে সেটি হচ্ছে গর্ভধারণের সময় দুধ বা স্তন  আকারে অনেক বৃদ্ধি পায়  এবং নবজাতক মায়ের দুধ উৎপন্ন হওয়া শুরু হয় । দুধ বা স্তন খালি করা প্রয়োজন ।  যদিদুধ বা স্তন  পূর্ণ হয়ে যায় তবে এটি ব্যথার একটি কারণ হতে পারে । 
  4.  এরপর রয়েছে স্তন ক্যান্সার ।  এই ক্যান্সার একটি গুরুতর অবস্থায় যা দুধ বা স্তন  এর কোষগুলো স্বাভাবিকভাবে বৃদ্ধির দ্বারা চিহ্নিত । দুধ বা স্তন ক্যান্সার ব্যাথার কারণ হতে পারে ,  তো তবে এটি সর্বদা এমন নয় । 
  5. এরপর রয়েছে সংক্রমণ । দুধ বা স্তন  কোষে  যদি  আক্রমণ করে তাহলে এই ব্যথা হতে পারে । 
আরও পড়ুন

প্রথম অবস্থায় যদি দুই-তিন দিন এর বেশি এই ব্যথা উপলব্ধি করেন যদি এমনি এমনি সেরে না যায় তাহলে অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে চিকিৎসা করতে হবে ।  কারণ এখন প্রায় সময় দেখা যাচ্ছে দুধ বা স্তন  টিউমার বা ক্যান্সারের লক্ষণগুলো ।  ডাক্তার আপনার এই সমস্ত কথাবার্তা শুনে ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে আপনার সঠিক চিকিৎসা দিতে পারে ।

এছাড়াও ব্যথার প্রথমে আপনি ঘরোয়া কিছু উপায়ে রয়েছে সেই উপায় গুলো প্রয়োগ করে দেখতে পারেন ।  যদি এই উপাগুলো কাজে না আসে তাহলে পরবর্তীতে আপনি একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে চিকিৎসা নিতে পারেন ।  তাহলে চলুন দেখে নেয়া যাক ঘরোয়া উপায়ে মেয়েদের দুধ বা স্তনের  ব্যথা কমানোর উপায় গুলো । এ সকল ঘরোয়া উপায় নিচে নিম্নলিখিত করা হয়েছে ভালো করে দেখে নিতে পারেন, 

ঘরোয়া উপায়ে মেয়েদের দুধ বা স্তনের  ব্যথা কমানোর উপায়ঃ

সাধারণত এমন কিছু ঘরোয়া উপায় রয়েছে যা আপনার এ সকল ব্যথা দূর করতে সাহায্য করবে ।  আপনি প্রথম অবস্থায় এই সকল উপায়গুলো প্রয়োগ করে দেখতে পারেন ।  এমনও হতে পারে যে সামান্য কারণে আপনাকে ডাক্তারের কাছে নাও যেতে হতে পারে ।  তাই প্রথমে তো আপনি ঘরোয়া উপায় দেওয়া হয়েছে ওগুলো প্রয়োগ করে দেখতে পারেন ।  টিপসগুলোর নিচে  উল্লেখ করা হয়েছে ,

টিপস

  • আপনি সর্বপ্রথম একটি  তোয়ালে বা গামছায়  কুসুম কুসুম গরম পানি ভিজিয়ে নিয়ে আপনার দুধ বা স্তনের  উপর রাখতে পারেন ।  কিছুক্ষণ রাখার পর আপনার এই ব্যথা কমতে পারে কেননা আপনার দুধ বা স্তনের  রক্ত চলাচল স্বাভাবিক করে । 
  •  এরপর রয়েছে ঠান্ডা জাতীয় যেমন ঠান্ডা পানি বা ফ্রিজের বরফ ।  ঠান্ডা পানি ফ্রিজের বরফ  দুধ বা স্তনের  লাগালে ব্যথা কমাতে সাহায্য করে ।  কেননাদুধ বা স্তনের  যে টিস্য গুলো রয়েছে সেগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আসে এবং ব্যথা কমে ।
  • এছাড়া আপনি ব্যাথা নাশক যে সকল ওষুধগুলো রয়েছে সেগুলো সেবন করে দেখতে পারেন ।  ব্যাপার না সব ওষুধের মধ্যে রয়েছে  আইবুপ্রোফেন ও  অ্যাসপিরিন । 
নির্দেশনাঃ

এ সমস্ত কাজ করে যদি আপনার ব্যথা না কম তাহলে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতেই হবে ।   কেননা সামান্য একটু ব্যথার জন্য আপনাকে অনেক বড় চিকিৎসার প্রয়োজন হতে পারে ।  তাই প্রথম অবস্থায় চিকিৎসা নিলে স্বল্প  খরচে সকল ব্যাথা থেকে মুক্তি পেতে পারেন ।  যেকোনো রোগ বা সমস্যা হোক না কেন যত দ্রুত পারেন চিকিৎসা নিতে । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *