
সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি
স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি
৩ জুন ২০২১
সম্পাদ
প্রথম আলো
১৩৬ সোনারগাঁও শিল্প এলাকা
ঢাকা ১২১৫
বিষয়: চিঠিপত্র কলামে প্রকাশের জন্য পত্র।
(সংবাদপত্র প্রকাশের জন্য আপনি যে বিষয়টি বা কারণটি উল্লেখ করতে চান তা একটি সাদা পাতায় লিখে দিতে হবে। ওই সাদা পাতায় আপনি যে বিষয়টি সংবাদপত্রে প্রকাশ করতে চান তার পুরো বর্ণনা দিতে হবে। বর্ণনা যুক্ত পাতাটি চিঠির সাথে সংযুক্ত করে পিন করতে হবে। এবং এর পরের অংশটি হবে) মহোদয় তার বহুল প্রচলিত দৈনিকে সংযুক্ত পত্রটি প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জানাই।
বিনীত জান্নাতুল মাওয়া
জিলগাঁও শ্রীবরদী শেরপুর।