
সাধারণত অনেক মহিলা রয়েছে তারা যদি কোন মহিলার সাদা স্রাবের লক্ষণ দেখা যায় তাহলে তারা মনে করে যে আর কখনোই বাচ্চা হবে না । এখন প্রশ্ন হচ্ছে সাদাস্রাব কি প্রেগনেন্সির লক্ষণ বা পিরিয়ডের আগে সাদা স্রাব গর্ভাবস্থার লক্ষণ হতে পারে এছাড়াও অতিরিক্ত সাদা স্রাব হলে কি হয়/সাদা স্রাব কেন হয় । গর্ভবতী হওয়ার লক্ষণ সাদা স্রাব এটিও হতে পারে ।এ সমস্ত নানা প্রশ্নের উত্তর এবং বর্ণনা নিচে উল্লেখ করা যেতে পারে । যখন করো মহিলা গর্ভ অবস্থার প্রথম দিকে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বৃদ্ধি পায় বৃদ্ধি এবং যৌনস্রাবের পরিমাণ বৃদ্ধি করে এবং সাদা হয় । যা গন্ধহীন বা হালকা গন্ধযুক্ত । এটি পাতলা থেকে পুরু বা শ্লেষ্মা-সদৃশ হতে পারে । তাহলে আসুন এবার জেনে নেয়া যাক আসল ঘটনা । এ সকল প্রশ্নের উত্তর নিম্নলিখিত দেওয়া হল ।
সাদাস্রাব কি প্রেগনেন্সির লক্ষণঃ
যদি এমন প্রশ্ন করা হয় তাহলে বলা যায় হ্যাঁ হতে পারে । গর্ভাবস্থায় শেষের দিকে জ্বরের মুখে থাকা আঠালো বা মিসকাস যোনিপথ দিয়ে বের হয়ে আসার ফলে সাদা স্রাব হতে পারে । তবে শুধু সাদা স্রাব বের হলেই যে প্রেগনেন্সির লক্ষণ আসলে সেটা নয় । এর এছাড়া আরো অনেকগুলো লক্ষণ রয়েছে যেগুলো আপনার মধ্যে প্রকাশিত হলে বুঝতে হবে যে এ সকল কারণবশত আপনার সাদা স্রাব বের হচ্ছে । তাই দেখে নেয়া যাক সেই সকল লক্ষণগুলো
- মাসিক চক্রের অংশ ।
- যৌন সংক্রমণ ।
- যৌনী সংক্রমণ ।
- এলার্জি ।
- ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া
এছাড়া আপনি যদি এই সাদা স্রাবের পাশাপাশি অন্যান্য প্রেগনেন্সির যে সকল লক্ষণ রয়েছে সে সকল লক্ষণ অনুবাদ করেন তাহলে বুঝে নিতে হবে আপনি বর্তমান প্রেগনেন্সি অবস্থায় রয়েছেন । সাধারণত একজন গর্ভবতী স্ত্রী যে সকল লক্ষণ গুলো অনুভব করে । আসুন তাহলে এইসব লক্ষণ গুলো নিম্নলিখিত দেখে আসি
প্রেগনেন্সির লক্ষণঃ
- বমি বমি ভাব
- ক্লান্তি
- স্তনের কোমলতা
- প্রসাব বেড়ে যাওয়া
- মাথা ঘোরা
- হজমের সমস্যা
- ত্বকের পরিবর্তন এতদিন এ সকল সমস্যা থেকে বুঝতে হবে প্রেগনেন্সির লক্ষণগুলো ।
উপরের সকল লক্ষণ গুলো একজন সাধারণ গর্ভবতী মহিলাদের লক্ষণ । সাধারণত এই সকল লক্ষণ দেখলে বোঝা যায় যে সেই মহিলাটি গর্ভধারণ করেছেন । এবার আসুন জেনে নিয়ে আন্সার অতিরিক্ত সাদা স্রাব হলে কি কি সমস্যা হতে পারে । এছাড়া কোন কোন কারণ গুলোর জন্য অতিরিক্ত সদস্যরা হতে পারে । এ সকল তথ্য নিচে নিম্নলিখিত করা হলো
অতিরিক্ত সাদা স্রাব হলে কি হয়ঃ
যদি কোন স্ত্রীলোক বা মেয়ের অতিরিক্ত সাদা স্রাব হয় তাহলে এই সমস্যাটাকে লিউকোরিয়াও বলা হয় । তবে ভয় পাওয়ার কোন কারণ নেই এটি অত গুরুত্বপূর্ণ সমস্যা নয় । তাই আসুন দেখে নেই অতিরিক্ত সাদা স্রাব হলে কি হয় নিচে এর বর্ণনা দেওয়া হল
- অতিরিক্ত সাদাস্রাব হলে চুলকানি ও জ্বালাপোড়া হতে পারে ।
- এছাড়াও যৌনির চারপাশে লাল ভাব বা ফোলাভাব অনুভব হতে পারে ।
- গন্ধ যুক্তস্রাব ।
- অতিরিক্ত স্রাব ।
- এছাড়া ডায়বেটিস হতে পারে ।
অতিরিক্ত সাদা স্রাব বের হলে রক্তশূন্যতা দেখা দিতে পারে । এছাড়া শরীর অনেক দুর্বল হয়ে পড়তে পারে । তাই পুষ্টিকর খাবার অতি গুরুত্বপূর্ণ । । আসুন এবার জেনে নেয়া যাক এ সকল সমস্যা প্রতিরোধে কি কি কাজ করা যেতে পারে ।
অতিরিক্ত সাদা স্রাব বের হলে করণীয়ঃ
সাধারণত একজন মহিলা বা মেয়েদের ক্ষেত্রে যখন এই সমস্যা দেখা দেয় তখন বিভিন্ন টেনশনে সমস্যা আরো বেড়ে যায় । তাই অযথা টেনশন না করেই সমাধান করানোর চেষ্টা করুন । তাই আসুন দেখে নেই অতিরিক্ত সাদা স্রাব বের হলে কি কি করনীয় করা উচিত ।
- নিয়মিত যৌনি পরিষ্কার করা ।
- জন্মে যৌন মিলনের সময় কনডম ব্যবহার করা উচিত ।
- নিয়মিত চেকআপ করুন ।
এ সকল সমস্যা থেকে বের হয়ে আসতে অবশ্যই সব কাজ করলে এর প্রতিরোধ করা সম্ভব । এর পরে যদি সমস্যা আরো বেড়ে যায় তাহলে অবশ্যই একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করবেন । ডাক্তার যে সকল পরামর্শ দেয় সেই সকল পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন ।