
সেক্টর কমান্ডার দের পরিচয়
1 নং সেক্টর 👉 মেজর জিয়াউর রহমান ও মেজর রফিকুল ইসলাম।
2 নং সেক্টর 👉 মেজর খালেদ মোশাররফ ও মেজর এটিএম হায়দার।
3 নং সেক্টর 👉 মেজর কে এম শফিউল্লাহ ও মেজর এ এন এম নুরুজ্জামান।
4 নং সেক্টর 👉 মেজর সি আর দত্ত ও ক্যাপ্টেন এ রব।
5 নং সেক্টর 👉 মেজর মীর শওকত আলী।
6 নং সেক্টর 👉 উইং কমান্ডার এম কে বাশার।
7 নং সেক্টর 👉 মেজর নাজমুল হক, মেজর এ রব ও মেজর কাজী নুরুজ্জামান।
8 নং সেক্টর👉 মেজর আবু ওসমান চৌধুরী ও মেজর এম এ মঞ্জুর।
9 নং সেক্টর 👉 মেজর আব্দুল জলিল, এম এ মঞ্জুর (অতিরিক্ত দায়িত্ব) মেজর জয়নাল আবেদীন।
10 নং সেক্টর 👉 মুক্তিবাহিনীর ট্রেনিং প্রাপ্ত নৌ-কমান্ডার গান যখন যে সেক্টরে কাজ করেছেন, তখন সে সব সেক্টর কমান্ডারগন এর নির্দেশ মোতাবেক কাজ করেছেন।
11 নং সেক্টর 👉 মেজর এম আবু তাহের ও ফ্লাইট লেফটেন্যান্ট এমকে হামিদুল্লাহ।।