
অ্যান্টিবায়োটিক যা টিট্রাইক্লাইনাইন গ্রুপে অন্তর্ভুক্ত । সাধারণত ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণকে বাধা দেয় এবং তাই এই ব্যাকটেরিয়ার ভিত্তিতে প্রতিরোধ করে । একথা বলা যেতে পারে শরীরের মধ্যে এ সকল ব্যাকটেরিয়ার ধ্বংস বা বাধাকৃত করাই doxicap এর কাজ । তাই আজকে বিস্তারিত আলোচনা থাকছে doxicap এর কাজ কি? ও doxicap 100 mg bangla এর কাজ কি তার সম্পূর্ণভাবে নিচে বিস্তারিত আলোচনা করা হবে ।
তবে একটা কথা ভালো করে মনে রাখা উচিত কেন না এ সকল ট্যাবলেটের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে তাই খাওয়ার আগে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে । তাহলে চলুন বিস্তারিত ভাবে আলোচনা করা যায় doxicap এর কাজ কি বা doxicap 100 mg bangla এর কাজ কি । এর সকল তথ্যগুলো নিচে নিম্নলিখিত করা হয়নি আসুন দেখে নেয়া যাক ,
doxicap এর কাজ কি ঃ
যারা এর আগে এ সকল ট্যাবলেট সেবন করেছেন তারা হয়তো ভালই জানে এই বিষয়ে । তবে এ বিষয়ে আপনাদের আজকেই সম্পূর্ণভাবে ধারণা দেবো আসলে কোন কোন ক্ষেত্রে এই ট্যাবলেটটি আপনি সেবন করতে পারবেন । আসুন বিস্তারিতভাবে জেনে নেয়া যাক,
- সাধারণত যৌন সংক্রান্ত রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন যেমন, গনোরিয়া,ক্ল্যামিডিয়াল , সিফিলিস এর মত হাজারো সংক্রমণ ঢেকে রক্ষা করতে পারে ।
- এরপর রয়েছে ত্বক সংক্রমণ যেমন , ব্রণ ,ত্বকে ফোড়া এবং ত্বকের সংক্রমণ এড়াতে এ সকল ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে ।
- এছাড়াও আপনি অন্ত্রের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন যেমন অন্ত্রের সমস্যা যেমন আমাশয়, ডায়রিয়া এবং টাইফয়েড জ্বর ।
- এরপর রয়েছে চোখের সংক্রমণের ক্ষেত্রে এই ট্যাবলেট টি ব্যবহার করা যায় যেমন , কনজাংটিভাইটি ও ট্রাকোমা ।
- এরপর রয়েছে শ্বাসতন্ত্র সংক্রমণের জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা যেতে পারে । শ্বাসতন্ত্রের সমস্যা যেমন নিউমোনিয়া , ব্রস্কাইটিস এবং টন্সিলাইটিস যেটাকে আমরা সাধারণত টনসিলের কথা বলে থাকি সেই ক্ষেত্রে এইটা ব্যবহার করা যেতে পারে ।
- এছাড়াও আপনি ম্যালেরিয়া রোগহলে এই টেবলেট টি সেবন করতে পারেন । ম্যালেরিয়া প্রতিরোধের জন্য সংশ্লিষ্ট থেরাপির অংশ হিসেবে ।
তাহলে আমরা উপরের তথ্য থেকে এই বিষয়ে নিশ্চিত শুধুমাত্র একটি ট্যাবলেট খেয়ে সকল সমস্যার সমাধান করা যেতে পারে । তাই নিঃসন্দেহে এটি খাওয়া যেতে পারে । তবে এই ট্যাবলেট গুলোর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে আসুন সেই পার্শ্ব প্রতিক্রিয়া গুলো দেখে নেই ।
doxicap 100 mg bangla এর পার্শ্ব প্রতিক্রিয়াঃ
সাধারণত এই ট্যাবলেটটি প্রতিদিন খালি পেটে একবার দুবার খেলে শতভাগ কাজ করে । তবে আপনি যদি খাবারের সময় বা খাবারের পর এই ট্যাবলেট টি সেবন করেন তাহলে এর কার্যকারিতা কমে যায় বা কাজ কম করে। । আসুন এবারের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করি ।
পার্শ্ব প্রতিক্রিয়াঃ
- পেটের সমস্যা হতে পারে যেমন ঃ পেট ফাঁপা বমি বমি ভাব ডায়রিয়া এবং পেটে ব্যথা ।
- এছাড়াও মাথা ব্যথা হতে পারে ।
- এরপর বমি হতে পারে ।
- এছাড়াও স্লানতা ও হতে পারে ।
তাই এ সমস্ত ট্যাবলেট সেবন করার আগে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধগুলো সেবন করা ভালো । এবং খাওয়ার নিয়ম গুলো আপনি আপনার অভিজ্ঞ ডাক্তারের কাছ থেকে জেনে নিতে পারবেন । এছাড়াও আপনার সমস্যাগুলোর ক্ষেত্রে আরো অন্যান্য ওষুধ সাথে দিতে পারে তাই পরামর্শ নেওয়া ভালো ।