July 11, 2024
frenxit এর কাজ কি । frenxit কি ঘুমের ঔষধ । frenxit bangla

Frenxit bangla ভাষায় উপস্থাপনা করা হয়ে আপনাদের সুবিধার্থে  । Frenxit এর কাজ কি? অনেক সময় দেখা যায় যে  মানুষের মানসিক অস্থিরতা উদ্বেগ বা ঘুমের সমস্যা জন্য চিকিৎসার ক্ষেত্রে  এই ট্যাবলেট ব্যবহার করে থাকে । এইটার একটি সাধারণত এন্টি ডিপ্রেসেন্ট  যা মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য উন্নত করতে সাহায্য করে । এছাড়া আরও বিভিন্ন রকমের কাজ করে থাকে এই Frenxit tablet / ট্যাবলেটটি ।

অনেক সময় দেখা যায় যে ঘুমের সমস্যার কারণে মানুষের মস্তিষ্কে এই প্রকার চাপ সৃষ্টি হয় সেই সফর কারণে মানুষের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে । এছাড়াও বিভিন্ন কারণ জনিত এই সমস্যাটি দেখা দিতে পারে এইজন্য Frenxit   ট্যাবলেটটি  অনেক রোগী সেবন করে থাকে তাই চলুন দেখে নেওয়া যাক এর বিস্তারিত আলোচনা গুলো কি কি   ।  এর বিস্তারিত আলোচনাগুলো নিচে নিম্নলিখিত করা হয়েছে চলুন দেখে আসি , 

Frenxit এর কাজ কি? 

 • মানসিক অস্থিরতা কমানোর জন্য Frenxit tablet ব্যবহার করা হয় ।  কেননা এই ট্যাবলেটটি সাধারণত উদ্বেগ হয় এবং হতাশার মতো লক্ষণগুলো কমাতে সাহায্য করে । 
 •  এছাড়াও ঘুম জাতীয় সমস্যার সমাধান করতে পারে অনেক সময় দেখা যায় যে ইনসোমনিয়া ঘুমের মধ্যে ঘুমিয়ে পড়া এবং ঘুম থেকে ওঠার সমস্যাগুলোকে সমাধান করতে পারে  । 
 •  এরপর আরেকটি কাজ করতে পারে সেটা হচ্ছে উদ্বেগ কমানো  ।  সাধারণত এই ট্যাবলেট টি অস্থিরতা, ঘু্‌ম ,  দ্রুত  হৃদস্পন্দন  এর লক্ষণগুলো কমাতে সাহায্য করে । 
 • বিষন্নতার  মত সমস্যাগুলোর সমাধান করে এই Frenxit tablet । 
 • এছাড়াও সামাজিক উদ্বেগ উপশম করতে সক্ষম এই ট্যাবলেট ।  এটি সামাজিক পরিস্থিতি স্বস্তি কমাতে এবং মানুষের সাথে যোগাযোগ করতে সাহায্য করতে পারে ।  অনেক সময় দেখা যায় যে বিভিন্ন অস্থিরতার কারণে হৃদস্পন্দন দ্রুত করছি চলা শুরু করে সেই সমস্ত ব্যক্তির জন্য এই ওষুধটি সেবন করা যেতে পারে .

তাহলে আমরা দেখে নিলাম যে Frenxit tablet  সাধারণত কোন কোন কাজগুলো করে । এছাড়াও আপনি যদি সকল ট্যাবলেট সেবন করেন তাহলে অবশ্যই একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া উচিত ।  কেননা কোন সময় কোন ট্যাবলেটটি খেতে হবে তা আপনার জানা নেই ।  তবে যেকোনো ওষুধ  নিয়ম অনুযায় খেলে রোগ নিরাময় হয় । 

আরও পড়ুন 

Frenxit কি ঘুমের ঔষধঃ

 আসলে সঠিকভাবে বলাটা ঠিক হবে না যে এটি আসলেই ঘুমের ওষুধ কিনা ।  তবে ঘুম জাতীয় কোন সমস্যা হলে এই ট্যাবলেটের মাধ্যমে সারানো যেতে পারে ।  আপনি যদি আরও বিস্তারিত ভাবে জানতে চান তাহলে অবশ্যই আপনার কি একজন ভালো ডাক্তারের সাথে  কথা বলে নিতে হবে । আপনি শুধু শুধু ঘুমের ওষুধ ভেবে সকল ওষুধ খেলে নিচের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেগুলো দেখা দিতে পারে ।  তাই যেকোনো ওষুধ খাওয়ার আগেই সাবধানতা অবলম্বন করা জরুরি ।

 তবে এই সকল ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সে সকল পার্শ্বপ্রতিক ক্রিয়া গুলোর নিচে ধাপে ধাপে বর্ণনা করা হয়েছে ।

Frenxit tablet / ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়াঃ

 • মাথা ব্যথা করা
 •  বমি বমি ভাব
 •  বমি হওয়া বমি হাওয়া
 •  ক্ষুধা মন্দা
 •  অনিদ্রা
 •  ওজন বৃদ্ধি
 •  শুষ্ক মুখ
 •  দৃষ্টি শক্তি সমস্যা
 •  যৌন সমস্যা । 

এ সকল পার্শ্ব প্রতিক্রিয়া হলো সাধারণ কোন পার্শ্ব প্রতিক্রিয়া ।  এছাড়াও আরো বড় বড় পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সে সকল পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে কিছুটা আলোচনা করি ।

 ফ্রিনক্সিট ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়াঃ

 • এপ্রোপসিয়া 
 • স্টার্কি ইনফার্কশন
 •   এপিলিপটিক স্টক 
 • সেলফ-হ্যার্ম বা সুসাইড এর মতো চিন্তা ভাবনা ।
 • সেরিব্রাল হেমোরেছি । 

ইত্যাদি এছাড়া আরো অনেকগুলো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে ।  তাই একজন ভালো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এসব গুলো সেবন করা জরুরী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *