May 14, 2024
পাদ কয় প্রকার । ঘন ঘন পাদ আসে কেন /পাদের গন্ধ । fart problem

আজকে সব অদ্ভুত প্রশ্নের উত্তর দিব চলুন আগে দেখে নেই প্রশ্ন গুলো কি কি’ পাদ কত প্রকার? ঘন ঘন পাদ আসে কেন?  পাদের ইংরেজি কি? পাদে গন্ধ কেন হয়?  আজকে এই সকল প্রশ্নের উত্তর আপনাদের জানাবো । মূলত সহজ সরল মানুষদের এই সকল অজানা কিছু তথ্য মনে ঘুরপাক খায় সেজন্য মানুষ এগুলো জানার আগ্রহ জাগে ।  তাই সেই সকল মানুষদের আজকে জানাবো এই সকল তথ্য তাই আর বেশি কিছু আলোচনা না করে সরাসরি মূল আলোচনায় চলে যাওয়া যাক,

 প্রথমে দেখে নেয়া নেই,

পাদ কত প্রকারঃ

যদি পাদের উপর  বিবেক বিবেচনা করে দেখা যায় তাহলে পাদ তিন প্রকার ।  এখন আপনার  মনের প্রশ্ন জাগতে পারে যে আসলে পাদ তিন প্রকার কিভাবে হতে পারে । চলুন তাহলে দেখে নেয়া যাক পাদ তিন প্রকার কিভাবে হতে পারে এবং তা কি কি হতে পারে

  • ১ ) স্বাভাবিক পাদ ঃ সাধারণত দেখা যায় এই ধরনের পাদ  খাদ্য হজম করার সময় পেটের মধ্যে গ্যাস সৃষ্টি করে । আর সেই গ্যাস থেকে দুর্গন্ধ বের হয়ে আসে । এই পাদের শব্ধ হয় না কিন্তু খুব গন্ধ বের হয় । 
  • ২) খাবারের গন্ধযুক্ত পাদঃতো গ্রহণের পর হজম করার সময় পেটের মধ্যে ফাইবার প্রোটিন এবং কার্বোহাইড্রেট গ্যাস তৈরি করে ।  এই দেশগুলোতে এমনিয়া হাইড্রোজেন সালফেট এবং মিথেন থাকে যা পাদের মধ্যে গন্ধ তৈরি করে । এই পাদ থেকে হালকা বা  জোরে শব্দ বের হতে পারে । 
  • চিকিৎসাগত পাদঃ এই পাট নির্দিষ্ট ভাবে শরীরের ভেতরে রোগের কারণে হতে পারে ।  সেই সমস্ত রোগের কারণে পছন্দের সমস্যা হয়ে থাকে ।  এজন্য  গ্যাস তৈরি হয় ।  আর সেই গ্যাস পাদের  মাধ্যমে বের হয়ে আসে । 

পাদের শব্দ এবং গন্ধের উপর ভিত্তি করে পাদকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছেঃ

 

পাদে গন্ধ কেন হয়? 

  • কুইদা পাদ”ঃ এই ধরনের পদ নির্গত হয় সাধারণত পায়খানা দীর্ঘক্ষন চেপে ধরে রাখার কারণে । এ ধরনের পাদ এর শব্দ  অনেক জোরে বের হয় এবং খুব দুর্গন্ধযুক্ত হয় । 
  • চুরা পাদ”ঃ যা হঠাৎ করে বের হয় কখনো শব্দ হয় আবার কখনো শব্দ হয় না ।  এ ধরনের পাদের গন্ধ নাও থাকতে পারে । 
  • কাঠের পাদ”ঃ  সাধারণত শক্ত এবং শব্দহীন হয় । 
  • বাষ্প পাদ”ঃ  সাধারণত এই ধরনের পাতলা হচ্ছে শব্দহীন এবং দুর্গন্ধহীন হয় । 

পাদ  স্বাভাবিক  ভাবে শরীর ভিত্তিক প্রক্রিয়া  । একটা জিনিস মনে রাখবেন যদি পাদ ঘনঘন এবং দুর্গন্ধযুক্ত হয় তাহলে বুঝবেন যে এটি কোন একটি রোগের লক্ষণ । এখন আসুন দেখি নেয়া যাক,

 ঘন ঘন পাদ আসে কেন কারণ কি ?

ঘন ঘন পাদ আসার  অনেকগুলো কারণ আছে যেমন, এর মূল হচ্ছে খাদ্য । যেমন 

  • ফুলকপি বাঁধাকপি  মটরশুটি এবং  ব্রকলি  এই সমস্ত খাবার হজম করার সময় বেশি গ্যাস তৈরী হয় । 
  •  শ্বাস নেওয়ার সময় কিছু বাতাস পাকস্থলীতে পূর্বস করে ।  পাকস্থলীতে খাবার হজম করার সময় এই বাতাস থেকে যায় পরবর্তীতে পায়খানা করার সময় এই  পায়খানার সাথে বাতাস বের হয়ে আসে । 
  • প্রচুর পরিমাণ অ্যালকোহল জাতীয় খাদ্য পান করা ।
  • ধূমপান করা । 
  • প্রচুর পরিমাণে চর্ব জাতীয় খাবার খাওয়া ।
  • দ্রুত খাওয়া
  •  মানসিক চাপ
  •  চিনি যুক্ত খাবার খাওয়া
  •  পাকস্থলীতে ব্যথা বা  অস্বস্তি
  • অতিরিক্ত গ্যাস । 

যদি আপনার মাত্রা থেকে অধিক পরিমাণে পাদ বের হয় তাহলে এটি একটি রোগের লক্ষণ হতে পারে ।  তাই মাত্রাধিক পাদ বের হলে আপনি অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং যে সকল দিক নির্দেশনামূলক  আদেশ দেয় সবগুলো মেনে চলার চেষ্টা করবেন  ।  এবং খাবার খাওয়ার সময় একটু বিবেচনা করে খাবেন ।  যেই সমস্ত খাবার আপনার পেটের সমস্যা  করে সে সমস্ত খাবার থেকে বিরত  থাকুন ।  বিশেষ করে ভাজা পড়া থেকে বেশিরভাগ পাদের সৃষ্টি হয় তাই এই সকল খাওয়ার পরিহার করুন ।  দেখবেন সকল পাদের সমস্যা দূর হয়ে গেছে । 

আরও পড়ুন 

এখন আসুন দেখে নেয়া যাক,।

পাদের ইংলিশ কি ?     fart- ফির্ট । 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *