April 23, 2024
২১ শে ফেব্রুয়ারি কবিতা ও ছন্দ । ২১ শে ফেব্রুয়ারি সংক্ষিপ্ত বক্তব্য ২০২৪

আজকের আলোচনার বিষয় হচ্ছে ২১ শে ফেব্রুয়ারি কবিতা ও ছন্দ ,স্ট্যাটাস  । এ সকল কবিতাগুলো  নতুন একুশে ফেব্রুয়ারির কবিতা । আপনি যদি আপনার বক্তব্য কবিতা বা ছন্দের মাধ্যমে উপস্থাপনা করেন তাহলে সে উপস্থাপনা শুনতে এবং মনোযোগী হতে অনেকেই  আনন্দিত হবে ।  এছাড়া বিভিন্ন স্কুলে একুশে ফেব্রুয়ারি নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে সে সকল অনুষ্ঠানে আজকের এই কবিতা বা ছন্দ গুলো এর মাধ্যমে  উপস্থাপনা করা যেতে পারে ।  আজকের এই একুশে ফেব্রুয়ারির নতুন কবিতা বা ছন্দ গুলো আপনাদের মাঝে উপস্থাপনা করা হবে এগুলো থেকে আপনি আপনার স্কুলের একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানে কবিতাগুলো আবৃত্তি করতে পারবেন ।  

তাই চলুন দেখে নেয়া যাক আজকের একুশে ফেব্রুয়ারির কবিতা গুলো ।  এ সকল কবিতাগুলোর নিচে উল্লেখিত করা ভালো 

একুশে ফেব্রুয়ারির কবিতা বা ছন্দ

 ২১ শে ফেব্রুয়ারি কবিতা

ছন্দে ছন্দে গন্ধে গন্ধে মুখরিত আজ এ দিন ।

 ভুলি নাই ভুলবো না একুশেরে স্মরণীয় দিন ।

তোমরা আছো তোমরাই থাকবে, ফুল দিয়ে জানাই অভ্যর্থনা ।

  ফুলের গন্ধে মনে পড়বে তোমায় একুশের চেতনা । 

এ সকল কবিতা গুলো আপনি আপনার সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে পেশ করতে পারেন যা আপনার বক্তব্যকে অনেক শ্রুতি মধুর এবং শ্রোতাদের আকর্ষণ কেড়ে নিতে পারেন আপনার দিকে ।  তাই একুশে ফেব্রুয়ারি সংক্ষিপ্ত বক্তব্যের মাঝে আপনার মাঝে মাঝে দুই একটি কবিতা বলা উচিত ।

               ২১ শে ফেব্রুয়ারি কবিতা    

ফেব্রুয়ারির পাখি কি চিরদিনে ভাসে,

প্রেমের নগ্ন ভাবনা পুনরায় জাগে।

সমুদ্রের মতো আঁধারে গভীর কথাবারে,

মনের বারেকা অপেক্ষায় থাকে দিনে রাতে।

২১ শে ফেব্রুয়ারি কবিতা

যাদের রক্ত লেগে আছে এই সবুজের গায়ে ,

সেই সুগন্ধি মুখরিত আজ পৃথিবী তাদের গান গায় । 

এই গান দুঃখের নয় ভাই এ গান সুখের ।  

তাদের জীবন বিলিয়ে দিয়ে আজ স্বাধীনতা দিলেন মোদের

২১ শে ফেব্রুয়ারি কবিতা

প্রতিশ্রুতিতে বিচার করে প্রিয়,

আগমনের সূচনা হাতে হাত ধরে ধরে।

হৃদয়ে জ্বলে আগুন, প্রত্যাশায় উজ্জ্বল,

পুনর্জন্ম হবার আকাঙ্ক্ষা মাত্র আরেকটুকু হাসির ছায়া।

 বিদায়ী ছাত্রদের উদ্দ্যেশে ছোটদের বক্তব্য পড়তে = ক্লিক

২১ শে ফেব্রুয়ারি কবিতা

ফেব্রুয়ারির রোদে মৃদু স্পর্শ দেয়,

প্রত্যেক ক্ষণ একটি আশা দেখায়।

অদৃশ্য হাসির খেলা সৃষ্টি করে,

প্রতি অদৃশ্য পথে সবুজ আলো ঢালে।

২১ শে ফেব্রুয়ারি কবিতা

ফেব্রুয়ারির পাখি কি চিরদিনে ভাসে,

প্রেমের নগ্ন ভাবনা পুনরায় জাগে।

সমুদ্রের মতো আঁধারে গভীর কথাবারে,

মনের বারেকা অপেক্ষায় থাকে দিনে রাতে ।

২১ শে ফেব্রুয়ারি কবিতা

২১শে ফেব্রুয়ারি, আমি হাসির সূর্য,

উজ্জ্বল অপেক্ষায় মুখে দৃঢ় আলোয়।

স্বপ্ন ও আশা নিয়ে হারিয়ে না,

চলো এগিয়ে যাই যেতে নতুন পথে।

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পুলিশের গুলিতে শহীদ হয়েছিল।

আমরা তাদের ত্যাগের বিনিময়ে যে ভাষা পেয়েছি, তার প্রতি আমরা কৃতজ্ঞ।

আমরা বাংলা ভাষাকে সমৃদ্ধ করে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা করব।

 ২১শে ফেব্রুয়ারি আমাদের জন্য শুধু একটি দিন নয়, এটি একটি অনুপ্রেরণা।

২১ শে ফেব্রুয়ারি কবিতা

প্রতিটি মুহূর্তে নতুন সম্ভাবনা,

আমাদের প্রাপ্তির দিকে নিরন্তর নির্দেশ।

ভালোবাসা ও সহযোগিতা একটি দরজা,

আমরা প্রবেশ করি সেই আনন্দের জগতে।

২১ শে ফেব্রুয়ারি কবিতা

আমরা এগিয়ে যাই যেতে নতুন সম্ভাবনা,

আমাদের সাথে এক আরও নতুন সফরে।

স্বপ্ন ও আশার কারণে আমরা চলে যাই,

আমাদের হারিয়ে না এই সুন্দর দিনে।

২১ শে ফেব্রুয়ারি কবিতা

সূর্যের উজ্জ্বল রঙে আমরা চলে যাই,

২১শে ফেব্রুয়ারির আলোয় প্রশান্তির সীমানা ছাড়াই।

চলো, নতুন দিনে নতুন সফরে,

সবাই হাসির সূর্যে উজ্জ্বল আলোয় প্রকাশ করো।

একুশে ফেব্রুয়ারির উপরে যে সকল কবিতা বা ছন্দ দেওয়া হয়েছে সে সকল কবিতাবাস ছন্দ স্কুলের একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানে উপস্থাপনা পারলে অনুষ্ঠানটি আরো মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করতে পারে। ।  এই সকল কবিতা বা আবৃত্তির মাধ্যমে স্কুলের অনুষ্ঠানকে আরো মনোমুগ্ধকর করা সম্ভব । কবিতা বা ছন্দের মাধ্যমে যেকোনো অনুষ্ঠান এর পরিবেশ কে সুন্দর করতে পারে ।  তাই উপরের এ সকল কবিতা আপনার একুশে ফেব্রুয়ারি জন্য অনেক গুরুত্বপূর্ণ । 

আরও পড়তে ক্লিক করুন = ক্লিক

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *