May 14, 2024
টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির উপায় । টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির ট্যাবলেট ।

হয়তো আমরা অনেকেই জানিনা টেস্টোস্টেরন  কাকে বলে  । টেস্টোস্টেরন এক প্রকার হরমোন যা প্রধানত পুরুষদের মধ্যে উৎপন্ন হয় ।  এটি পুরুষত্বের জন্য দায়ী প্রদান হরমোন ,  এবং এটি যৌনতা বিকাশ শক্তি এবং দ্বিপাক প্রক্রিয়াগুলোর জন্য  অত্যান্ত গুরুত্বপূর্ণ । আজকে আলোচনা করব টেস্টোস্টেরন  হরমোন বৃদ্ধির উপায় ও টেস্টোস্টেরন  হরমোন বৃদ্ধির ট্যাবলেট  এ দুটি বিষয় নিয়ে । 

মূলত এটি বৃদ্ধিতে  আমাদের শারীরিক যে সকল সমস্যাগুলো রয়েছে সেগুলো ক্ষমতা বৃদ্ধি পেতে এবং মানসিক যে বিকাশ বা শক্তি রয়েছে সেগুলো পরিপূর্ণতা পাওয়ার জন্য এই টেস্টোস্টেরন  হরমোন আমাদের ক্ষতি প্রয়োজন । তাই আমরা বৃদ্ধির উপায় গুলো এবং এই  হরমোন বৃদ্ধির ট্যাবলেট গুলো ।  কোন কোন উপায়ে রয়েছে এবং কোন কোন ট্যাবলেট সেগুলোর মাধ্যমে এই হরমোন গুলো উত্তর না হয় সেগুলো বিষয়ে নিয়ে নিচে নিম্নলিখিত করা হয়েছে । 

টেস্টোস্টেরন  হরমোন বৃদ্ধির উপায় বা খাবারঃ

 সাধারণত দেখা যায় এটি অনেক জনের  শরীরে ঘাটতি ঘটে থাকে । তবে চিন্তিত হওয়ার কিছু নেই  কেনারা এমন কিছু খাবার আছে যে সকল খাবারের মধ্যে টেস্টোস্টেরন  হরমোন পাওয়া যায় ।  তাহলে আসুন আমরা প্রথম অবস্থায়  দেখে নেই টেস্টোস্টেরন  হরমোন বৃদ্ধির উপায় গুলো কি কি,

  • টপ ফল ।
  •  মধু
  •  বাঁধাকপি
  •  রসুন
  •  ডিম
  •  কলা
  •  কাঠবাদাম ইত্যাদি এ সমস্ত খাবারের মধ্যে টেস্টোস্টেরন হরমোন পাওয়া যায়  বা তৈরি হয় । 

সাধারণত এই হরমোনটি বৃদ্ধ মানুষের ক্ষেত্রে দেখা যেতে পারে কেননা যখন মানুষ ধীরে ধীরে বয়স বাড়তে থাকে তখন এই হরমোন ধীরে ধীরে কমতে থাকে ।  তাই এই হরমোনকে বৃদ্ধি করতে এ সকল খাবার খেলেই এ সকল হারমোন বৃদ্ধি পায় । 

টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির ট্যাবলেটঃ

এরপর আসুন জেনে নেয়া যাক কোন কোন ট্যাবলেট  সেবন করলে টেস্টোস্টেরন  হরমোন বৃদ্ধি হয় । মূলত এই ট্যাবলেট গুলো প্রদান করে একজন অভিজ্ঞ ডাক্তার  । টেস্টোস্টেরন হরমন বৃদ্ধির ট্যাবলেট গুলো কেবলমাত্র ডাক্তারের প্রেসক্রিপশন এর মাধ্যমে পাওয়া যায় ।  তাই আসুন দেখিয়ে নেই সেই সকল ট্যাবলেট গুলোর নাম ,

  • টেস্টোস্টেরন অ্যান্ড্রোয়েড । 
  • টেস্টোস্টেরন এসিটেট ।
  • টেস্টোস্টেরন সাইপিয়েনটেট । 
  • টেস্টোস্টেরন ডেকানয়েড ।
  • টেস্টোস্টেরন এন্যানাথেট ।
  • টেস্টোস্টেরন প্রিমোবেট ।

এই ট্যাবলেটগুলো শুধু হরমোন জনিত সমস্যার কাজ করে না তাছাড়া আর অন্যান্য রোগের কাজ করে যেমন ,  আর হয়ে যাওয়া ,  স্তন ক্যান্সার এবং এমোনিয়া । 

আরও পড়ুন

নির্দেশনাঃ

আপনি যদি এই হরমোন সমস্যা জনিত কোন অভিজ্ঞ ডাক্তারকে দেখান তাহলে আপনার ডাক্তার আপনাকে এই সফল ওষুধের মধ্য থেকেই  প্রদান করবে । এ সকল ওষুধ টেস্টোস্টেরন  এর হরমোন গুলো বৃদ্ধি করতে সহায়তা করে ।  তাই যাদের এই হরমোন সমস্যার আছে তারা এসব ওষুধ সেবন করে সমস্যার সমাধান করতে পারেন ।  তবে অবশ্যই এ সকল ওষুধ সেবন করার আগে এর জন্য বিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে । 

এরপর আমরা  জানবো যে টেস্টোস্টেরন হরমোন শরীরের মধ্যে কম থাকলে কোন কোন লক্ষণ গুলো দেখলে বুঝবো ।  মূলত এই হরমোন এর ঘাটতি থাকলে যে সকল সমস্যাগুলো দেখা দিতে পারে তা নিচে নিম্নলিখিত করা হয়েছে সেগুলো দেখে আপনি মিলিয়ে নিতে পারেন আপনার শরীরের সাথে ।  তাই এ সকল লক্ষণ গুলো নিচে নিম্নলিখিত করা হয়েছে ।

টেস্টোস্টেরন হরমোন ঘাটতি হলে লক্ষণ ঃ

মূলত এই হরমোন গুলো শরীরের মধ্যে ঘাটতি হলে বিশেষ কিছু লক্ষণ দেখা যায় ।  কেবলমাত্র  যাদের এই হরমোন জনিত সমস্যাগুলো রয়েছে বিশেষ করে তারাই ভালো বলতে পারবে ।  তবে এ পর্যায়ে আমরা এর বিস্তারিত আলোচনা করব সেই আলোচনার মাধ্যমে আপনিও বুঝতে পারবেন যে আপনার এই হরমোনটির ঘাটতি রয়েছে কিনা । 

 লক্ষণঃ
  • ক্লান্তি ক্লান্তি ভাব ।
  •  শরীরের দুর্বলতা ।
  •  যৌন  ইচ্ছা হ্রাস ।
  •  মানসিক অবসাদ ।
  •  পেশি হ্রাস ভর ও দেখা দিতে পারে ।

তাহলে আমরা বুঝবো এ সকল সমস্যার গুলো যদি লক্ষণ দেখা যায় তাহলে বুঝতে হবে টেস্টোস্টেরন  হরমোনের ঘাটতি রয়েছে আপনার শরীরে ।  তাই সকল ওষুধ সেবনের মাধ্যমে এই সকল সমস্যাগুলো সমাধান করা যায় । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *