May 17, 2024
স্বার্থপর মানুষ নিয়ে স্ট্যাটাস । স্বার্থপর বন্ধু নিয়ে স্ট্যাটাস ।

বর্তমানে পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা শুধু তাদের নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে  । আজকে সেই সকল স্বার্থপর মানুষকে কিছু স্ট্যাটাস বা উক্তি বলে দেব । স্বার্থপর বন্ধু নিয়ে স্ট্যাটাস,  স্বার্থপর মানুষ চেনার উপায় কি?  কিভাবে বুঝবেন যে আপনার বন্ধু বা আত্মীয়-স্বজন আপনার সাথে কেমন ব্যবহার করলে ধীরে ধীরে আপনার থেকে অনেক দূরে চলে যাবে । মূলত স্বার্থপর মানুষ চেনার উপায় হচ্ছে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকা ।  আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে আপনি মূলত স্বার্থপর মানুষ চিনতে পারবেন । 

মানুষ চিনতে হলে আপনার পকেট ফাঁকা রাখতে হবে তা না হলে মানুষ চেনা খুব দুষ্কর ।  আপনার যদি পর্যাপ্ত পরিমাণে টাকা থাকে তাহলে আপনি মানুষ চিনতে পারবেন না ।  মানুষ চেনার এটি একটি সঠিক পথ যা আপনাকে মানুষ চেনাতে সাহায্য করবে । তাই আসুন স্বার্থপর মানুষ নিয়ে কিছু স্ট্যাটাস নিচে নিম্নলিখিত করি ।  স্বার্থপর মানুষ নিয়ে নিচে নিম্নলিখিত করা হয়েছে,

 স্বার্থপর মানুষ নিয়ে স্ট্যাটাসঃ

নিচে যে সকল স্ট্যাটাস দেওয়া হয়েছে সে সকালে স্ট্যাটাস এর মধ্যে আপনার সাথে যদি কোন মিল থাকে তাহলে বুঝতেই হবে এই মানুষটি স্বার্থপর এর লক্ষণ এর মাধ্যমে বিদ্যমান রয়েছে ।  তাই আসুন ভালো করে স্ট্যাটাসের মাধ্যমে দেখিয়ে দেই স্বার্থপর মানুষ এর গুণাবলী । 

  • “স্বার্থপর মানুষ এর সাথে কখনো প্রেমে  জড়িও না” “কেননা তারা ভালোবাসার মূল্য বোঝে না” “ নিজের স্বার্থ ফুরিয়ে গেলে তারা আপনাকে ছেড়ে দিবে” ।
  • “স্বার্থপর মানুষ কখনো বন্ধুত্বের মর্যাদা জানেনা”_”তাদের স্বার্থ শেষ হলে আপনাকে ছুঁয়ে ফেলে দিবে” ।
  • “স্বার্থপর মানুষ কখনো কষ্ট ছাড়া অন্য কিছু দিতে পারবে না”-” বন্ধুত্ব হোক বা ভালোবাসা হোক কোনটারই মূল্য দেবেনা । 
  • “সবসময় চেষ্টা করব স্বার্থপর মানুষ থেকে দূরে থাকা’<> “তাদের কি কাছে ভালো কিছু আশা করা যায় না” ।
  • “এখন তাকে চেষ্টা করব স্বার্থপর মানুষ থেকে দূরে থাকার”-” কাছে এসে বুঝেছি কতটা দূরে চলে গেছো তুমি” ।
  • “ স্বার্থপর মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করাই ভালো” – “ কেননা কষ্ট একটু হলেও কম পাব । 
  • <>”কত আগেই বুঝে গেছিলাম তুমি অনেকটা স্বার্থপর” – “ তবুও তোমার সাথে সম্পর্ক রেখেছিলাম_  যদি শুধরে যাও” _ “ কিন্তু সেই সময়টুকু এখন আর নেই আমার কাছে” ।
  • “যারা দূর থেকেই এত কষ্ট দিতে পারে , জানিনা কাছে এলে কতটা কষ্ট দিবে” । 
  • “স্বার্থপর মানুষ বুঝি এমনই হয়” _ “ কেমন করে বদলে গেলে তুমি” । 

এছাড়া আর বিভিন্ন রকমের স্ট্যাটাস দেওয়া আছে এখন আমরা দেখে নেব স্বার্থপর বন্ধু নিয়ে স্ট্যাটাস ।  বর্তমানে বিভিন্ন রকমের বন্ধু হয়ে থাকে কিন্তু তাদের প্রকৃতভাবে কিভাবে চিনবো যে তারা স্বার্থপর ।  আসুন তাহলে দেখে নেয়া যাক প্রকৃতভাবে স্বার্থপর বন্ধু নিয়ে স্ট্যাটাস নিচে নিম্নলিখিত করা হলো ,

স্বার্থপর মানুষ নিয়ে স্ট্যাটাসঃ

  • “যে সকল বন্ধু স্বার্থপরতা দেখবেন তাদের মাঝে ভালোবাসার বিশ্বাস এবং সমর্থন কোনটাই তার কাছে পাওয়া আশা করা একেবারে বোকামি  । 
  • স্বার্থপর মানুষরা কখনো অন্যের কথা মাথায় নেয় না’  সবসময় নিজের কথা নিয়ে চিন্তিত থাকে ।
  • স্বার্থপর মানুষ যখনই তোমার বিপদ দেখবে তখনই তোমার থেকে দূরে সরে যাবে ।
  • একজন স্বার্থপর বন্ধু তখনই পাশে থাকবে যখন তোমার সুখের দিন আসবে,  আর যখনই তোমার দুঃখের দিন আসবে তখনই তারা তোমার থেকে অনেক দূরে চলে যাবে । 
  • অতঃপর বন্ধুরা তোমার জীবনে শুধু কষ্টই বয়ে আনবে ।  তাই তাদের থেকে অনেক দূরে থাকাই ভালো 
  • একজন ভালো বন্ধু কখনো আর একজন বন্ধুর বিপদ দেখে চলে যেতে পারে না  । আর যদি সেই বন্ধুটি স্বার্থপর হয় তাহলে তো কোন কথাই নেই ।  যতদিন না আপনি বিপদ থেকে উঠতে পারেন ততদিন আপনার ধারের কাছে  আসবে না । 

 মানুষ নিয়ে কিছু উক্তি যে সকল উক্তি আপনাকে শিক্ষা দেবে যে আসলে তাদের থেকে অনেক দূরে থাকাই ভালো ।   কেননা কাছে এলে যতটা দুঃখ বাবু দূরে গেলে একটু হলে কম হয় ।  তাই দেখে নেই স্বার্থপর মানুষ নিয়ে কিছু উক্তিবা বাণী । 

স্বার্থপর মানুষ নিয়ে উক্তি ও বাণীঃ

  • “ একটা স্বার্থপর মানুষ যে পরিমাণে কষ্ট দেয়,  এর থেকে আর তার কাছে কি আশা করা যায়’ । 
  • “  যে ব্যক্তি ভালোবাসার মধ্যে স্বার্থ খোঁজে মূলত তারাই অবশেষে স্বার্থপরতার লক্ষণ দেখা যায় । 
  •   “স্বার্থপর মানুষ চিনতে হলে পকেট খালি করতে হয়” ।
  • “যারা নিঃস্বার্থের জন্য  অন্যকে ব্যবহার করে মূলত তারাই স্বার্থপর মানুষ ।
  • “স্বার্থপর মানুষের কাছ থেকে আগেভাগেই দূরে থাক অনেক শ্রেয় ।
  • “যারা স্বার্থপর ব্যক্তির তারা শুধু নিজের কথাই ভাববে”  আপনাকে যে কোন বিপদে ফেলে তারা চলে আসতে পারে”
  • “তুমি আসছিলে হঠাৎ করে’-” তোমায় কখনো বলিনি তুমি আমার জীবনে আসো”  চলে তো যাবে বলে তো যাবা না” । 

পৃথিবীতে মানুষের মতো স্বার্থপর আর কোন প্রাণী হতে পারে না । একটা কুকুরও তার মালিকের উপকারিতা স্বীকার করে ।  আর মানুষ তো অনেক দূরের কথা তোমার খাবে তোমার পড়বে কিন্তু তোমার উপকারিতা কখনো স্বীকার করবে না ।  মানুষ চেনা বড় দায় । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *