May 14, 2024
ছেলেদের ইমোশনাল স্ট্যাটাস । sad ইমোশনাল স্ট্যাটাস ।

সাধারণত একটি মানুষ যখন আবেগে আপ্রত হয় তখন সেই মানুষটির  মাঝে বিভিন্ন রকমের আবেগ কাজ করে ।  সেটা হোক ছেলে বা মেয়ে । তবে আজকে আমরা জানবো ছেলেদের ইমোশনাল স্ট্যাটাস ও sad ইমোশনাল স্ট্যাটাস এ দুটি বিষয় নিয়ে । মেয়েরা যেমন অল্পতেই ইমোশনাল হয়ে পড়ে ঠিক তেমনি ছেলেদেরও ইমোশনাল কাজ করে ।  তবে মেয়েরা অল্পতেই ইমোশনাল হয়ে থাকে আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে তারা যখন কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে তখন তাদের ইমোশনাল কাজ করে । তাই বলা যেতে পারে যে মেয়েদের থেকে ছেলেরাই অনেক  এই অনেক শক্ত এই ক্ষেত্রে । তাই চলেন  দেখে আসি ছেলেদের ইমোশনাল স্ট্যাটাসগুলো ।  এ সকলের স্ট্যাটাস নিচে নিম্নলিখিত করা হয়েছে, 

ছেলেদের ইমোশনাল স্ট্যাটাসঃ

  • “আগে কষ্ট বুঝতাম না কাকে বলে” _ “ এখন সব সময় কষ্টের মাঝেই থাকি” ।
  •  “মানুষ কষ্ট না পেলে বদলায় না”_” কষ্ট মানুষকে শিক্ষা দেয়”_” যা মানুষকে বদলাতে শেখায়” ।
  • “আমি জানি তোমরা আমাকে দেখে দেখে কষ্ট দাও” _” তোমাদের দেওয়া কষ্ট থেকেই আমি শিক্ষা নিতে চাই । 
  • _=_”আজকে শত কষ্টের মাঝেও আমি”_” অনেক সুখী কেন না কষ্টে থাকলে মানুষ চেনা যায় ।
  • “আমি না হয় একটু ভুলেই করেছিলাম”_” মাফ তো করা যেত “
  • “_আমি শত কষ্টেও কারণ আমি ছেলে”_” তবে আমার মনটা তো ভাঙ্গে আমিও তো মানুষ” ।
  • “_আমার চারপাশে হাজার হাজার মানুষ_ তবে আমি একা ।
  • “_মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছা করে আমি ভালো নেই” ।
  • “কতটা কষ্ট পেলে একটা মানুষ কান্না ভেঙ্গে পড়ে ।
  • “কষ্ট পেলে একাই পাব তবু এর ভাগ কাউকে দিবোনা” ।
  •  “শত কষ্টের মাঝেও তোমাদের সুখ কামনা করি” ।
  • আমি না হয় কষ্টে আছি তোমরা সুখে থাকো এই প্রার্থনা করি ।

উপরের এ সকল ইমোশনাল স্ট্যাটাস ছাড়াও আরো কিছু sad ইমোশনাল স্ট্যাটাস রয়েছে সেগুলো দেখে নিতে পারেন । আসুন দেখে নেই স্যাড ইমোশনাল স্ট্যাটাস গুলো লিখিত করা হলো , 

আরও পড়ুন 

 sad ইমোশনাল স্ট্যাটাসঃ

  • “কষ্ট পেতে পেতে আজ কষ্টের সাথেই বন্ধুত্ব করে ফেলেছি”” 
  • তোমরা যখন আমাকে কষ্ট দাও আমি কষ্ট পাই ঠিকই কিন্তু সত্যিকার অর্থে আমাকে কষ্ট স্পর্শ করতে পারেনা কারণ আমি কষ্টে কষ্টে বড় হয়েছি” 
  • যারা সত্যিকার অর্থে কষ্টের মাঝে বড় হয়েছে তারাই একদিন প্রকৃত সুখী হবে ।  কারণ তারা জানে কষ্ট কাকে বলে । 
  •  কষ্ট করে যারা পরিশ্রম করে তারাই প্রত্যেকে সুখী এই সমাজে ।  আর যারা হারাম উপার্জন করে তারা এই  সমাজে ঘৃণিত ব্যক্তি । 
  • “কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে গেছে” –  এখন শত কষ্টেও কান্না বের হয় না । 
  • আজ আমার এমন মনে হচ্ছে যেন পৃথিবীর সমস্ত কষ্ট আমাকে ঘিরে ধরে রেখেছে ।
  • কষ্ট মানুষকে শিক্ষা দেয় ভালো কিছু করার । 
  •  কষ্ট মানুষকে শিক্ষা দেয় নতুন কিছু করার । 
  •  কষ্ট মানুষ কে সুখী হওয়ার পথ দেখায় । 

 সমাজে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা কষ্টের মাঝে বড় হয়েছে ।  এছাড়া তারা একদিন সুখী হবে এই সমাজে কেননা তারা জানে কষ্ট করলে সুখ মিলবে । সবচেয়ে বড় কথা হচ্ছে যে কষ্ট আছে এক  প্রকার শিক্ষা  যারা এই শিক্ষা মনে প্রানে গ্রহণ করল তারাই একদিন কিছু করে দেখাবে । স্বাভাবিকভাবে যারা কষ্ট পায় আর যাদের কষ্ট ধরে রাখার ধৈর্য ও শক্তি রয়েছে তাদের জীবন অনেক সুখের হয় ।  তাই দুঃখ কষ্ট কে মানিয়ে নিয়ে সামনের দিকে এগোতে হবে তাহলে জীবনে উন্নতি করা যেতে পারে । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *